যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতে বাতিল করা হয়েছে ১৫’শ ফ্লাইট
প্রকাশিত : ০৯:২৫ এএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:২৫ এএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতে বাতিল করা হয়েছে ১৫’শ ফ্লাইট।
প্রায় ১৮ ইঞ্চি পর্যন্ত বরফে ঢেকে গেছে অনেক এলাকার রাস্তা-ঘাট। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে জিরো ডিগ্রির নিচে। তীব্র তুষারপাতের কারণে দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা রেকর্ড পরিমাণ নিচে নেমে গেছে। এমন অবস্থায় নিউইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ভ্রমণসূচি। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও নিরাপদে থাকতে বলা হয়েছে। বাতিল কার হয়েছে বিভিন্ন রুটের প্রায় ১৫’শ ফ্লাইট। উপকূলীয় এলাকায় দমকা হওয়ার কারনে তুষারঝড়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।