ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

শেরপুরে করোনায় আরও একজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

শেরপুর পৌর এলাকার করোনায় আক্রান্ত ছানোয়ার হোসেন (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে সদর হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় প্রাণ হারালেন তিনজন। 

মৃত ছানোয়ার বাগরাকসা মহল্লার কলিম উদ্দিনের ছেলে। 

স্বাস্থ্য বিভাগ জানায়, ছানোয়ার ঢাকাতে পিডিবিতে চাকরি করতেন। সম্প্রতি ঢাকা থেকে আক্রান্ত হয়ে শেরপুরে আসেন। গত ১০ জুন তারা নমুনা সংগ্রহ করা হয়, দু’দিন পরই প্রাপ্ত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। তারপর থেকে বাসাতেই আইসোলোশনে ছিলেন তিনি। সোমবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত পৌনে ১২টার দিকে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর মারা যান ছানোয়ার। 

মৃতের লাশ ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে প্রক্রিয়া শেষে তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীর চানপুর গ্রামে তার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

এদিকে, জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৮৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৯৫ জন। এ পর্যন্ত মোট ২ হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এসেছে ২ হাজার ৭৫৫টির। আর প্রক্রিয়াধীন রয়েছে ১৮০টি। 

এআই//