ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

আনাবদী জমিতে চাষাবাদের জন্য হালদা সেচ প্রকল্প নির্মাণ

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১০ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার

হালদা নদীর দু’পাড়ে প্রায় ৩ হাজার  হেক্টর  আনাবদী জমিতে চাষাবাদের  জন্য  ১৫ কোটি টাকা ব্যায় নির্মাণ করা হচ্ছে হালদা সেচ প্রকল্প। ২০১৮ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি শেষ হলে বিস্তির্ণ এলাখা কৃষি উৎপাদন আসবে বলে জানান কর্মকর্তারা। পাশাপাশি যোগযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে বলে জানান তারা। সেচ ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম হাটহাজারী উপজেলার বিস্তির্ণ এলাকা অনাবাদী পড়ে ছিল বছরের পর বছর । এই জমিতে চাষাবাদের জন্য ভরাট হয়ে যাওয়া খাল খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ২০১৫ সালে গ্রহণ করা হয় হালদা সেচ প্রকল্প। ব্যয় বরাদ্ধ ধরা হয় ১৫ কোটি টাকা। স্থানীয়রা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন অনেক বাড়বে। প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১২ কিলোমিটার বাঁধ মেরামত করার কথা জানিয়েছে প্রকল্প পরিচালক।  জানান, ২০১৮সালের মধ্যে সেচ প্রকল্পটির কাজ শেষ হলেই কৃষকরা সেচ সুবিধা পাবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে হাটহাজারীর বিস্তৃর্ণ এলাকার জনগন অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং যোগযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত প্রকল্পটি শেষ হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।