ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

বিজিবি-বিএসএফ পর্যায়ে ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার

বিজিবি-বিএসএফ পর্যায়ে ফায়ারিং প্রতিযোগিতা সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বিজিবি সদর দপ্তর এর নির্দেশনায় বর্ডার গার্ড এন্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ বায়তুল ইজ্জত সাতকানিয়া চট্টগ্রামের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১১ মার্চ বিএসএফ এর ১জন কর্মকর্তা এবং ১৩জন অন্যান্য পদবির সদস্যসহ বিজিবি’র ১জন কর্মকর্তা ও ১৩জন অন্যান্য পদবির সদস্য ফায়ারিং এ অংশ নেন। এ প্রতিযোগিতার মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে আস্থা, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক আরো জোরদার হবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের ।