ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

‘এলাকা চিহ্নিত হলেই লকডাউন কার্যক্রম শুরু হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যেই চিহ্নিত এলাকাগুলোর বিষয়ে কার্যক্রম হাতে নিতে পারবো। তিনি বলেন, ‘এলাকাভিত্তিক সুনির্দিষ্ট নকশা চিহ্নিত করে দেওয়ার পর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন কার্যকর করা হবে।’ 

আজ মঙ্গলবার বিকালে দক্ষিণ নগর ভবনের ব্যাংক ফ্লোরে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন কেন্দ্রীয় ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভায় মেয়র এসব কথা বলেন।

তাপস বলেন, ‘লকডাউন বাস্তবায়নে প্রস্তুতি নেওয়ার জন্যই আমরা আজ সভা করেছি। প্রাথমিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে কার্যপরিধিগুলো বুঝে নিয়েছি। আমরা আশা করছি, দুই-একদিনের মধ্যে এলাকাগুলো চিহ্নিত হলেই কার্যক্রম শুরু করতে পারবো।’

মেয়র জানান, ঢাকা দক্ষিণে সামগ্রিকভাবে ২৮টি এলাকার কথা জানানো হয়েছে। সেই এলাকাগুলো অনেক বড়। এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। 

তাপস বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে, এলাকাকে সুনির্দিষ্ট করতে তাদের আরও দুই-তিন দিন লাগবে। যেদিন আমরা তাদের থেকে এলাকার চিহ্নিত অংশ পাবো, সে দিন থেকে অন্তত ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর করতে পারবো। আমাদের যত দ্রুত সম্ভব এলাকা চিহ্নিত করে দেওয়া হবে, আমরা তত দ্রুত লকডাউনে যেতে পারবো।’

এমএস/এসি