ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

স্থানীয় প্রশানকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার

সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশানকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন, চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃংখলা কমিটির সভায় তিনি এই আহ্বান জানান। সভায় জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, জেলা ম্যাজিষ্ট্রেট মমিনুর রশীদ, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান ছিদ্দিকীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবাসায়ী ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রী বন্ধে প্রশাসনকে  কার্যকর ভুমিকা রাখার আহবান জানান।