ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

চট্টগ্রামে আটকর উগ্রপন্থী সংগঠনের ১৭ জনকে ২ রিমাণ্ডের

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১৪ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার

চট্টগ্রামের ডবলমুরিং থানায় গ্রেফতার উগ্রপন্থী সংগঠনের ১৭ জনকে দুইদিনের রিমাণ্ডের আদেশ দিয়েছে আদালত । মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশীদ এ আদেশ দেন। রিমাণ্ড শুনানির সময় ১৭ জনকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিনের আবেদন করলে শুনানি শেষে দুইদিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত। সম্প্রতি নগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় গোপন বৈঠকের সময় তিনজনকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ১৪ জনসহ ১৭ জনকে গ্রেফতারের কথা গণমাধ্যমে প্রকাশ করে পুলিশ।