ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

আগামীকাল শততম টেস্ট খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার

মঙ্গলবার রাত পোহালে ঐতিহাসিক শততম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ঐতিহাসিক এ টেস্ট খেলতে রোমাঞ্চিত ক্রিকেটাররা। কলম্বোর এ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে শতভাগ দিয়ে খেলার প্রতিশ্রুতি দিলেন টাইগারর অধিনায়ক মুশফিকুর রহিম। সেরা একাদশ গড়তে একাধিক পরিবর্তনের আভাসও দিয়ে রাখলেন তিনি। কলম্বোর পি সারা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। ভারতের বিপক্ষে ১৭ বছর আগে অভিষেক টেস্ট খেলার পর, হাটি হাটি পা পা করে ৯৯টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এখন কলম্বোতে শততম টেস্ট খেলতে নামবে টাইগাররা। খেলা হয়েছে টেস্ট প্লেয়িং সব দলের সাথেই। এর মধ্যে শ্রীলংার সাথে সর্বমোট ১৫টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। যার ১৩টি ম্যাচেই হেরেছে লাল-সবুজরা। তবে আগের ও বর্তমানের বাংলাদেশ অনেক ভিন্ন। পারফরমেন্সে উন্নতির পাশাপাশি অভিজ্ঞতাও অর্জন করেছে তারা। ব্যাট-বল ও ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিতে পারলে ভাল করা সম্বভ বলে জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। গলের পিচ ব্যাটিং স্বর্গ হলেও কলম্বোর পিচে বারতি বাউন্স আশা করছেন মুশফিক। গল টেস্টের ভুল গুলো শুধরে কলম্বোতে ভাল করতে চান বাংলাদেশ অধিনায়ক । এদিকে গল টেস্টেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান শ্রীলংকার অধিনায়ক রঙ্গণা হেরাথ। আগের টেস্টের মত এই ম্যাচেও পারফম্যান্স ধরে রাখতে পারলে বাংলাদেশ কে হারিয়ে সিরিজ জেতা সম্ভব বলে মত লঙ্কান অধিনায়কের । শততম টেস্টের আগে বাজে পারফর্মেও জন্য বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একই কারনে বাদ পড়তে পারেন মমিনুল হকও। এই টেস্টে ঢাকা থেকে উড়ে যাওয়া ইমরুল কায়েস ও সাব্বির রহমানের খেলার ব্যাপারটা অনেকটাই নিশ্চিত ।