ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

তুষারঝড় স্টেলায় গৃহবন্দী রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় তিন লাখ মানুষ

প্রকাশিত : ০৯:২৩ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৯:২৩ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

তুষারঝড় স্টেলায় গৃহবন্দী রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় তিন লাখ মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ঝড়টি আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তুষারঝড় স্টেলা বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। পূর্বাভাস রয়েছে, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে নিউ জার্সি ও নিউ ইয়র্কের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই ঝড়।  ঝড়ের আগে তুষারপাতে এসব অঞ্চলের  প্রায় তিন লাখ মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে বাতিল করা ফ্লাইটের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িছে। একই সঙ্গে সব ধরনের সাবওয়ে বন্ধের ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ।