ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

রাজশাহীতে দিনে-দুপুরে ৩৩ লাখ টাকা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

রাজশাহীতে দিনে-দুপুরে ৩৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরের বোয়ালিয়া থানার রাণীবাজার অলোকার মোড়ে মোবাইল শো-রুম ভিভোর কর্মচারীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভিভোর শো-রুমের মালিক অঞ্জন কুমার রায় বলেন, ‘তার দুই কর্মচারি ফায়সাল ও সোহেল দুইটি ব্যাগে ৩৭ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছিল। ফায়সালের কাছে যে ব্যাগ ছিল তাতে ৩৩ লাখ ও সোহেলের কাছে থাকা ব্যাগে ৪ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা ছিল। তারা দুইজনে রাস্তার পাশ দিয়ে শো-রুম থেকে ১০০ গজ দূরে ব্যাংকে যাচ্ছিলেন।’ 

তিনি বলেন, ‘তারা শো-রুম থেকে বের হয়ে ২০ গজ দূরে রেমন্ড শো-রুমের সামনে পৌঁছলে দুই মোটরসাইকেল আরোহী ফায়সালের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ৩৩ লাখ টাকা ছিল। আর সোহেলের ব্যাগে ছিল ৪ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। সেই ব্যাগ আছে। ছিনতাইকারী দু’জনই হেলমেট পড়া ছিল।’

বোয়ালিয়া থানার ওসি নিবারুণ চন্দ্র বর্মণ জানান, ‘সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়াও ওই দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে শো-রুমের কর্মচারী কেউ জড়িত রয়েছে কী-না তাও খতিয়ে দেখা হচ্ছে।’

এআই//