ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

শাক-সবজির চারা উৎপাদন করে সাড়া ফেলেছেন কুমিল্লার বাসিন্দারা

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩৩ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

  শাক-সবজির চারা উৎপাদন করে সাড়া ফেলেছেন কুমিল্লার বুড়িচংয়ের সমেশপুর গ্রামের বাসিন্দারা। অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন তারা। চারার মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে তা সরবরাহ করা হয় দেশের অন্যান্য স্থানেও। কুমিল্লার বুড়িচং এর সমেশপুর গ্রামের ৯০ ভাগ পরিবার শাকসবজির চারা উৎপাদনের সাথে জড়িত। এখানকার আবহাওয়া এবং মাটি চারা উৎপাদনে বিশেষ উপযোগী হওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তারা। এখানে উৎপাদিত উন্নতমানের চারার উপর নির্ভর করেন কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার সবজি চাষীরা। তবে, ভালো চারা উৎপাদনে উন্নতমানের বীজের প্রয়োজনীয়তার কথা বললেন কৃষকরা। এদিকে, বীজ কেনার ক্ষেত্রে চাষীদের কৃষি বিভাগের সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তা। উন্নত চারা উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন চাষীরা।