ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৫ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে সাপের কামড়ে ফরিদা আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দিবাগত রাতে ওই গ্রামের আঃ রহমানের মেয়ে ফরিদা (১২) নিজ বাড়ির একটি শয়নকক্ষে দাদীর সাথে ঘুমিয়ে পড়ে।

রাত আনুমানিক দেড়টার দিকে ঘুমন্ত ফরিদার পায়ে সাপে কামড় দিলে তার চিৎকারে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে সেখানে ভিড় করে। একপর্যায়ে ব্যথা বাড়তে থাকলে পরিবারের লোকজন রাতেই মাইক্রোবাসযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ফরিদার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএস/