ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

রাজশাহীতে ছয়টি বধ্যভূমি থাকলেও সংরক্ষণ করা হয়েছে মাত্র দু’টি

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩৫ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

  রাজশাহী মহানগরীতে ছয়টি বধ্যভূমি থাকলেও সংরক্ষণ করা হয়েছে মাত্র দু’টি। বাকিগুলো সংরক্ষণে উদ্যোগ নেয়া হলেও বাস্তবায়ন হয়নি। এ’ নিয়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বধ্যভূমিগুলো সংরক্ষণের দাবি তাদের। ১৯৭১ এ জীবনবাজি রেখে রাজশাহীর দামাল ছেলেরা পাকিস্তানিদের বিরুদ্ধে গড়ে তুলে গণপ্রতিরোধ। সেই প্রতিরোধ ঠেকাতে রাতের অন্ধকারে এদেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানী সেনারা ধরে নিয়ে যায় মুক্তিযোদ্ধাদের। পরে বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নির্যাতনের পর হত্যা করে মাটিচাপা দেয়া হয় তাদের। রাজশাহী বিশ^বিদ্যালয়, পুলিশ লাইন, পদ্মাপাড়ের বাবলা বন, তালাইমারি, হাদির মোড় ও ঘোড়ামারায় রয়েছে গণকবর। শহীদ মুক্তিযোদ্ধাদের এসব গণকবর চিহ্নিত হলেও সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়েছে দুটিতে। অন্যগুলো আজো অরক্ষিত। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে দ্রুত চিহ্নিত গণকবরগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি মুক্তিযোদ্ধাদের। শিগ্ধসঢ়;গিরই গণকবরগুলো রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নেয়া হবেÑ এমনটাই প্রত্যাশা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর।