ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

২০১৭ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট কেটে যাবে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৫৪ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

২০১৭ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট কেটে যাবে এবং ২০১৮ সালের জানুয়ারির মধ্যে আর কোন জরাজীর্ণ ভবন থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির উদ্যোগে মেধা যাচাই প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় মানসম্মত শিক্ষাদানের লক্ষ্যে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। মেধা যাচাই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে দশম শ্রেণির ১০৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।