ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

মার্চের প্রথম থেকেই চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে স্বাধীনতাকামী বাংলার মানুষ

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৫৮ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

  মার্চের প্রথম থেকেই চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে স্বাধীনতাকামী বাংলার মানুষ। অসহযোগ আন্দোলন আর আলোচনার নামে ইয়াহিয়া খানের প্রহসনে ফুঁসে উঠে শিল্পী সমাজও। ১৫ মার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে শিল্পীদের উদ্যোগে বিশাল গণজমায়েত হয়। তাদের নেতৃত্ব আর সাধারণ মানুষের একাত্মতায় উত্তাল হয়ে উঠে রাজপথ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শিল্পী সমাজের ভূমিকাও কম নয়। ৭১’র মার্চে খেতাব বর্জনের মধ্য দিয়ে জোরালো হয় তাদের প্রতিবাদ। ঢাকা পাশাপাশি চট্টগ্রামসহ গোটা পূর্ব পাকিস্তানে ঐক্যবদ্ধ হতে থাকেন শিল্পী আর কলাকুশলীরা। গান, কবিতা কিংবা নাটক- সবকিছুতেই তখন মুক্তির জয়গান; শৃংখল ভাঙ্গার শপথ। বিজয়ের অদম্য স্পৃহা জেগে উঠে বাঙালীর মধ্যে। স্বাধীনতার লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়নই হয়ে উঠে অভিন্ন চাওয়া। রং-তুলি আর লেখনীকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এগিয়ে যায় বাংলার মানুষ; আঁধার ভেদ করে পূব আকাশে উঁকি দিতে থাকে মুক্তির সূর্য।