ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

বেতন কমছে এআইবিএল ব্যাংকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

করোনার এই ক্রান্তিকালে এস আলম গ্রুপের মালিকানাধীন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) বেতন কমানোর সিদ্ধান্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জানু) ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

কর্মকর্তাদের মোট (গ্রোস) বেতনের ওপর ১০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেতন কমানো হচ্ছে ব্যাংকটিতে। তবে, ৪০ হাজার পর্যন্ত কারো বেতন কমাবে না ব্যাংকটি।

আগামী জুলাই মাস থেকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে বলে জানা গেছে। এ সময় ইনসেনটিভ বোনাস ও ইনক্রিমেন্টও দেয়া হবে না।

জানা গেছে, সর্বসাকুল্যে যাদের বেতন ৪০ হাজার টাকার উপরে কেবল তাদের বেতন কমছে। কয়েকটি ভাগে ভাগ করে বেতন কমাচ্ছে এ ব্যাংক। প্রথম ভাগে ৪০ হাজার টাকার উপরে কিন্তু এক লাখ টাকার নিচে তাদের বেতন ১০ শতাংশ পর্যন্ত কমবে। এক লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত কমবে ১৫ শতাংশ। যারা দুই লাখ টাকা বেতন পান তাদের কমবে ২০ শতাংশ। ব্যাংকের ডিএমডিদের কমবে ২৫ শতাংশ এবং এমডির (ব্যবস্থাপনা পরিচালক) বেতন কমবে ৪০ শতাংশ।

এর আগে দ্য সিটি ব্যাংক, এবি ব্যাংক ও এক্সিম ব্যাংকের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওইসব ব্যাংকের পরিচালনা পর্ষদ।
এসএ/