ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

প্রশাসনিক কার্যক্রমসহ ভেজাল বিরোধী অভিযান অব্যহত রাখরা আহবান

প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৬:২২ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

ভেজাল পণ্য বাজার জাতের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রমসহ ভেজাল বিরোধী অভিযান অব্যহত রাখরা আহবান জানিয়েছেন বক্তারা। বুধবার সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই আহবান জানান। এসময় বক্তরা বলেন, চট্টগ্রাম জেলা প্রশসানের ভেজাল বিরোধী অভিযানে পণ্যে ভেজাল কিছুটা কমলেও এ ধারা অব্যহত রাখতে হবে। সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান, চট্টগ্রাম জেলা প্রশাসক সামশুল আরেফিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।