ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

মিতু ও এস আই আকরামকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৬:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

মিতু ও এস আই আকরামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আকরামের বোন জান্নাত আরা পারভীন রিনি। চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসে মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানের কাছে এ অভিযোগ করেন। এসময় রিনি বলেন, বাবুল আক্তারের সাথে আকরামের স্ত্রীর অনৈতিক সম্পর্কের কারণে মিতু ও আকরামকে হত্যা করা হয়েছে। বাবুল আক্তারের চাপের কারণেই এতদিন তারা মুখ খুলতে পারেননি। এদিকে রিনির অভিযোগ স¤পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আকরামের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।