মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৬:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানিয়েছেন বিশিষ্টজনরা।
চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বই বিতরণ অনুষ্ঠানে বক্তরা এই আহবান জানান। স্কুলের প্রধান শিক্ষক ইতিকনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদের এই অনুষ্ঠান উদ্বোধন করেন তরুণ শিল্পোদ্যোক্তা রইসুল উদ্দিন সৈকত। এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদের নেতারাসহ স্কুলের শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বিভিন্ন বই তুলে দেয়া হয়।