ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৮:১৮ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৭টির, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৯৭২ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৩ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৬৮৪ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১৬টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৫৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।