ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

মানুষের দৃষ্টিভঙ্গি না পাল্টালে বিদ্যুৎ ও জ্বালানীর অপচয় রোধ করা সম্ভব নয়

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৮:১৮ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

মানুষের দৃষ্টিভঙ্গি না পাল্টালে বিদ্যুৎ ও জ্বালানীর অপচয় রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটে চার দিনের ‘নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, দেশে মজুদ গ্যাসের পরিমাণ কমছে, তাই নবায়নযোগ্য জ্বালানীই একমাত্র ভরসা। উন্নত প্রযুক্তি আবিষ্কারে প্রয়োজনীয় গবেষণা বাড়ানোরর তাগিদ দেন জ্বালানী উপদেষ্টা।