ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে বাংলাদেশ আশাবাদী

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৮:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে, ‘দেশে পানি সম্পদের পরিস্থিতি নিরুপন’ শীর্ষক কর্মশালায় এ কথা জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় জরিপ ও গবেষণা শেষ না করে নদীতে ড্রেজিং এবং পরবর্তীতে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় শুধু অর্থের অপচয় হচ্ছে। এ ব্যাপারে সরকার আরো সচেতন হচ্ছে বলেও জানান পানিসম্পদ মন্ত্রী।