রাজধানীর ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে
প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৮:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার
রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসউল আলম মন্ডল।
বুধবার বিকেলে আদালতের নির্দেশনা বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করে পরিবেশ অধিদফতর । সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিতাস গ্যাস, বিদ্যুৎ বিভাগ ও ঢাকা ওয়াসার প্রতিনিধিরা অংশ নেন। পরে মহাপরিচারক সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।