১শটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সবকটিতে শিল্প-কারখানা চালু হবে ২০৩০ সালের মধ্যে
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৮:০৮ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার
২০৩০ সালের মধ্যে সরকারের ১শটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সবকটিতে শিল্প-কারখানা চালু হবে। কর্মসংস্থান মানুষের। একই সাথে ভূমিকা রাখবে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে। তবে দ্রুত নিশ্চিত করতে হবে গ্যাস-বিদ্যুৎ সংযোগের মত সেবাগুলো। রাজধানীতে আয়োজিত সেমিনারে বক্তারা এই মন্তব্য করেন।
বর্তমান সরকারের নেয়া ১শটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে অগ্রগতি নিয়ে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইকোনোমিক জোন অথরেটি।
সেমিনারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-বিজেএমইএ প্রতিনিধিসহ অর্থনীতিবিদরা অংশ নেন। তারা বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে দ্রুত গ্যাস-বিদ্যুত সংযোগ নিশ্চিত করতে হবে। গড়ে তুলতে হবে উন্নত যোগাযোগ ব্যবস্থা।
সরকারের শীর্ষ কর্মকর্তা এবং অর্থনৈতিক অঞ্চলে কর্তৃপক্ষ মনে করেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারেও তাগিদ দেন আলোচকরা।