বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে পণ্ড করে দিয়েছে পুলিশ
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৮:২৯ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছে বেশ কয়েকজন কর্মী। বাম নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অহেতুক বাধা দিয়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করা হয়েছে।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগোলে বাধা
পুলিশের সাথে বাম নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জল কামান ব্যবহার করে আন্দোলনকারীদের পিছু হটানোর চেষ্টা করে। কয়েকটি যান বাহন ভাংচুর করে বাম নেতাকর্মীরা।
এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়লে পিছু হটে তারা।
সংঘর্ষে পঞ্চাশ জনেরও বেশি কর্মী আহত হয়েছে বলে দাবী করেছেন বাম নেতরা। হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচীর ঘোষনা করা হয়।
আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়িত্বে বাধা দেয়ার অভিযোগ এনে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে।
এর আগে গ্যাসের দাম কমানোর দাবীতে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মাসব্যাপি কর্মসূচী ঘোষনা করা হয়।
