ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

কুষ্টিয়ায় উপসর্গ নিয়ে ব্যবসায়ীসহ ২ জনের মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

কুষ্টিয়ায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীসহ ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, ভেড়ামারা শহরের কাঁচারীপাড়ার বাসিন্দা ব্যবসায়ী বুলবুল আহমেদ ও কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার বৃদ্ধা রিজিয়া পারভিন। 

এর মধ্যে শনিবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী ও আজ রোববার বৃদ্ধা রিজিয়া পারভিন মারা যান। 

জানা গেছে, ভেড়ামারা শহরের বুলবুল ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী বুলবুল আহমেদ গত ৭দিন ধরে ঠান্ডা, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা একটু বেশি হলে শনিবার (২০ জুন) সন্ধ্যার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মৃতের স্ত্রী জোসনা খাতুন জানিয়েছেন, ‘তার শ্বাসকষ্ট থাকায় চিকিৎসকরা করোনা পজেটিভ মনে করে কোন চিকিৎসা দেয়নি। শত অনুরোধ করেও ডাক্তারদের মন গলাতে পারিনি। পরে রাত সাড়ে ১১টার দিকে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। পরে উপজেলা প্রশাসন তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়েছে।’

এদিকে, কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা বৃদ্ধা রিজিয়া পারভিন শনিবার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। রোববার দুপুরে তিনি মারা যান। পরীক্ষার জন্য তারও নমুনা সংগ্রহ করা হয়েছে।

এআই//