শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশিত : ১০:৪০ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪০ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
এরআগে, প্রথম দিনে কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে চান্দ্রিমাল ৮৬ এবং অধিনায়ক রঙ্গনা হেরাথ অপরাজিত আছেন ১৮ রানে। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ পেয়েছেন ২ টি করে উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন শুভাশিস রায়, তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান।