সিলেটে গভীর গর্তে পাথর উত্তোলনের সময় মাটি ধসে ২ শ্রমিক নিহত
প্রকাশিত : ১১:১০ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:১০ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
সিলেটের জাফলং পাথর কোয়ারির নয়াবস্তি এলাকায় গভীর গর্তে পাথর উত্তোলনের সময় মাটি ধসে ২ শ্রমিক নিহত হয়েছে।
শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ৪০ ফুট গভীর গর্তে ঝুকিপূর্ণভাবে পাথর উত্তোলন করছিলো অর্ধশতাধিক শ্রমিক। সেসময় উপরের অংশ ধসে আকরাম মিয়া ও লেচু মিয়া মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের বাড়ি সদর উপজেলার টুকেরবাজার এলাকায়। গত মঙ্গলবার কোয়ারি এলাকায় অভিযান চালিয়েছিল সিলেট জেলা প্রশাসন। কিন্তুকর্মকর্তারা ফিরে আসার পর ফের ঝুঁকিপূর্ণ পাথর উত্তোলন শুরু হয় ওই এলাকায়।