ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ব্রাজিলের পথেই মেক্সিকো, একদিনেই হাজার মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২২ জুন ২০২০ সোমবার

প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়াবহতায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লাতিন আমেরিকা। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ব্রাজিলে। এবার তার পথেই হাটছে এ অঞ্চলের আরেক দেশ মেক্সিকো। যেখানে গত একদিনে হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, সংক্রমণের তালিকায় ১৪তম স্থানে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৪৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৮০ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ১ হাজার ৪৪ জনের। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে লাতিন আমেরিকার দেশটিতে প্রাণহানি ২১ হাজার ৮২৫ জনে ঠেকেছে। 

মৃতের হার সেখানে ১৪ শতাংশ। আর ৮৬ শতাংশ সুস্থতার হার নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ২৭৯ জন মানুষ বেঁচে ফিরেছেন। 

দেশটিতে গত ১৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে তিন মাসের বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা ২২ হাজার ছুঁই ছুঁই।

এমন অবস্থায় বিশ্বে প্রাণহানির দিক থেকে মেক্সিকো এখন সাত নম্বরে। তবে, লাতিন আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে ব্রাজিল। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে। 

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম ছয়টি দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্স। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ২২ হাজার ছাড়িয়েছে, আর ব্রাজিলে অর্ধলক্ষ। 

বিশ্বে এখন পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৯০ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ২৫৪ জন মানুষ। অপরদিকে, প্রাণ গেছে আরও ৩ হাজার ৩৩৮ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৬০৪ জনে ঠেকেছে। আর সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৪৮ লাখ ৩৮ হাজারের মতো মানুষ। 

এআই//