ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

নারায়ণগগঞ্জে নির্মানাধীন টাওয়ারের ১৬ তলা থেকে পড়ে এক কর্মির মৃত্যুৃ

প্রকাশিত : ১১:০৮ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৮ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

নারায়ণগগঞ্জের চাষাঢ়ায় নির্মানাধীন রূপায়ন টাওয়ারের ১৬ তলার উপর থেকে পড়ে হালিম নামের এক কর্মির মৃত্যুৃ হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্টানের ১ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনে লিফট বসানোর ফাঁকা জায়গা দিয়ে রন্ধনশালার কর্মী হালিমের মাথাবিহিন লাশ নীচে পড়ে। এ ঘটনার পর প্রতিষ্ঠানের কর্মকর্তরা তড়িঘড়ি করে লাশ গুম করার চেষ্টাও করে এবং বিষয়টি পুলিশকে না জানিয়ে অফিসে তালা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হালিমের মাথার খুলিসহ বিভিন্ন অংশ উদ্ধার করে।