রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে অসংখ্য ঘর পুড়ে গেছে
প্রকাশিত : ১১:৩০ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৯ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে গেছে অসংখ্য ঘর। রাত আড়াইটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। প্রায় ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বস্তিবাসী। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
গভীর রাত, গভীর ঘুমে তখন কড়াইল বস্তিবাসী। হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বস্তির এক ঘর থেকে অন্য ঘরে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।
এদিকে, গভীর রাতে আগুন লাগার কারণে ঘর থেকে মালামাল বের করতে পারেনি অধিকাংশ বস্তিবাসী।
খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে তাদের। কোন সহায়তা না পাওয়ার অভিযোগ করেছে বস্তির বাসিন্দারা।
তবে, পুড়ে যাওয়া বস্তি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র।
এর আগে, গত ৪ ডিসেম্বর কড়াইল বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় ৫ শতাধিক ঘর।