ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৩ এএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি এ্যাভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধী সৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে যাবতীয় প্রস্তুতি। শিশু সমাবেশের মঞ্চ সাজানো আর অনুষ্ঠানের মহড়া চলছে। নেওয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা। শুক্রবার জাতির জনকের জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাদের আগমনকে ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। শ্রদ্ধা নিবেদনের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে সেনা-নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল। চলছে তার মহড়া। শিশু দিবস উপলক্ষে সমাবেশ, সংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, সেলাই মেশিন বিতরণ ও “খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করেছে শিশুরা। রাষ্ট্রীয় কর্মসূচীর সাথে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে জেলা আওয়ামীলীগ। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কথা জানালেন স্থানীয় প্রশাসন।