ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

চট্টগ্রামে ২’শ বছরের মাছের আড়ত উচ্ছেদের অপতৎপরতা বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন মহিউদ্দীন চৌধুরী

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১০ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রামে ২’শ বছরের পুরনো মাছের আড়ত উচ্ছেদের অপতৎপরতা বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরী। বুধবার বিকেলে নগরীর ফিশারিঘাটে মৎস্যবাজার বন্ধের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। পুনর্বাসনের নামে যারা উচ্ছেদ করার চেষ্টা করছে তাদের ছাড় দেয়া হবে না বলেও জানান মহিউদ্দীন চৌধুরী। সমাবেশে সিদ্দিক সওদাগর, মোহাম্মদ মহসিনসহ মৎস্যশিল্প নেতারা উপস্থিত ছিলেন।