ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মার্চ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হবে। চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ’কথা জানান প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকবে নানান আয়োজন। এছাড়া, সংগীত পরিবেশন করবে দেশের স্বনামধন্য ব্যান্ডদল। এ’ উপলক্ষে ২৩ মার্চ স্কুল প্রাঙ্গন থেকে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।