নোয়াখালীকে বিভাগ করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ।
গতকাল বুধবার বিকেলে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা, সাহিত্য-সংষ্কৃতি ও শিল্প-বাণিজ্যের বিকাশে নোয়াখালীর রয়েছে ঈর্ষণীয় সাফল্য। এছাড়া, এই জেলা সমুদ্র তীরবর্তী হওয়ায়, এখানে রয়েছে অজ¯্র প্রাকৃতিক সম্পদ। নোয়াখালীকে বিভাগ করা হলে এ’সব সম্পদ ব্যবহারের মাধ্যমে পুরো জাতি উপকৃত হবে। দ্রুত বিভাগ বাস্তবায়নে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।