প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৫ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, সব চুক্তি হবে প্রকাশ্যে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আয়োজিত অনুষ্ঠানে এ’কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, মাথা উঁচু করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। এ’সময় দখল হয়ে যাওয়া রাস্তা পুনরুদ্ধারে প্রকৌশলীদের আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পাশাপাশি সড়কের টেকসই উন্নয়নের প্রতি মনোযোগী হওয়ার কথাও বলেন তিনি।