ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ২ ১৪৩১

সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

নওগাঁর সাপাহারে দেশের বায়ু দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি এ শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে মাউন ক্লাব নামে একটি সামাজিক সংগঠন তাদের যাত্রা শুরু করেছে। 

মঙ্গলবার সাপাহার ক্যাডেট একাডেমি বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জাতের ফুলের গাছ,ফলজ,ঔষধি গাছ লাগিয়ে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। 

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন,মাউন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,সাপাহার ক্যাডেট একাডেমি'র পরিচালক  ও প্রধান শিক্ষক গোলাপ খন্দকার, দপ্তর ও গণযোগাযোগ সম্পাদক আরিফুজ্জামান,অর্থ সম্পাদক মোশাররফ হোসেন সহ ক্লাবের অন্যান্ন সদস্যরা।

তবে প্রথম ধাপে এই সংগঠনটি উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে পথচলা শুরু করেছে। পর্যায়ক্রমে সমাজের উন্নয়নে সামাজিক কাজগুলো করে উপজেলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মাউন ক্লাব কতৃপক্ষ।
কেআই/