ধামইরহাটে ফেনসিডিলসহ আটক ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী হরগোবিন্দ মন্দিরের সামনে থেকে উপজেলার মঙ্গলবাড়ী মুকুন্দপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফারুক হোসেন (৩৪) ও একই গ্রামের সোবহান শাহ’র ছেলে শাহাদৎ হোসেন শাহ (৫৩) নামে দুই জনকে আটক করে ডিবি পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কেআই/