বিমান উড্ডয়নে নিরাপত্তা জোরদার করার তাগিদ দিয়েছেন বিমান বাহিনী প্রধান
প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২২ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
নতুন নতুন কৌশলের মাধ্যমে বিমান উড্ডয়নে নিরাপত্তা জোরদার করার তাগিদ দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ৪০ তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বিমান বাহিনীর ফ্যালকন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৬ সালে নিরাপদ ভাবে বিমান উড্ডয়নে ভুমিকা রাখায় বিমানবাহিনী ঘটি বাশার আন্ত:ঘাটি ফ্লাইট সেফটি ট্রফি এবং১১ নম্বর বহর আন্ত:স্কোয়াড্রন খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি লাভ করে।