ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

এইচ বি এম ইকবালের স্ত্রী ও তিন সন্তানকে ছয়মাসের জামিন মঞ্জুর

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০২ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ডাক্তার এইচ বি এম ইকবালের স্ত্রী ও তিন সন্তানকে ছয়মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তিন বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে তাদের বিলম্বে করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। জামিনপ্রাপ্তরা হচ্ছেন- ডাক্তার ইকবালের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবাল। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত মামলায় তিন বছরের কারাদন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আটক রয়েছেন তারা। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন। ২০০৭ সালের ১৮ ফেব্র“য়ারি ডাক্তার ইকবালের পরিবারকে সম্পত্তির বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। একই বছরের ২৪ মে ইকবাল, তার স্ত্রী ও তিন সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।