ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা স্বীকার করল সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

রাজধানী রিয়াদসহ কয়েকটি এলাকায় ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবরের সত্যতা স্বীকার করেছে সৌদি আরব। সৌদি সরকার ঐ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইয়েমেন থেকে আটটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা করা হয়েছে।

সৌদি সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, সোমবার রাতে রাজধানী রিয়াদের উত্তরাংশসহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে।

ইয়েমেনের সেনাবাহিনী এবং গণপ্রতিরোধ কমিটি সোমবার রাতে হামলার পরপরই জানিয়েছিল, অ্যাটাক ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি আরবের গভীরে হামলা চালানো হয়েছে। রাজধানী রিয়াদের উত্তরাংশসহ কয়েকটি এলাকা এবং জিযান ও নাজরানে বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।

তারা এ তথ্যও দিয়েছিল যে, সৌদি আরবের প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয় এবং রাজা সালমান বিমান ঘাঁটিসহ বেশ কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগ্রাসন বন্ধ না হলে এর চেয়েও ভয়াবহ হামলা চালানো হবে। তিনি অবিলম্বে ইয়েমেনের নিরপরাধ মানুষের ওপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।

২০১৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।

এমএস/এসি