ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

ভারতের সাথে জনস্বার্থ বিরোধী চুক্তি হলে জনগণ তা মানবেনা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৫ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

ভারতের সাথে জনস্বার্থ বিরোধী চুক্তি হলে জনগণ তা মানবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাচুরিয়ায় বিএনপির  প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের  ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দখলদারী  সরকার বিএনপিকে  ধ্বংস করার চক্রান্ত করছে। এসময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোন্দাকার দেলোয়ার হোসনের পরিবারর সদস্যসহ জেলা বিএনপির  নেতারা।