১৭ই মার্চ ১ম দফার আলোচনা শেষে বঙ্গবন্ধু জানান, সমঝোতায় পৌঁছাতে সময় লাগবে
প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৪২ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার
১৭ই মার্চ ১৯৭১। এইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে প্রথম দফার আলোচনা শেষ করে সমঝোতায় পৌঁছাতে আরো সময় লাগার ইঙ্গিত দেন। তবে, এইদিনে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার দাবিতে শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ করেন। পুলিশের হামলায় আহত হন অনেক শ্রমিক।
সামরিক শাসকের জুলুম-নির্যাতনের মধ্যেও ১৯৭১ এর মার্চে পূর্বপাকিস্তানে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন। ১৬ই মার্চ বৈঠক শুরু হয়ে পরেরদিন ১৭ই মার্চ প্রথম দফার আলোচনা শেষে বঙ্গবন্ধু জানান, সমঝোতায় পৌঁছাতে সময় লাগবে।
তবে, বঙ্গবন্ধুর অর্থনৈতিক উপদেষ্টা রেহমান সোবহান পিপলস পার্টির নেতা মাহমুদ আলী কাসুরীর সঙ্গে আলাপ করে জানতে পারেন, আলোচনার নামে মূলত সময়ক্ষেপন করছেন ইয়াহিয়া খান।
এদিকে, আলোচনা বাদ দিয়ে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এরইমধ্যে স্বাধীনতার প্রস্তুতি নিতে থাকে ছাত্র-শ্রমিক-জনতা। স্বপ্ন একটাই, মুক্ত আকাশে পতপত করে উড়বে স্বাধীন বাংলার পতাকা।