গাজীপুরে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৩৮ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার
গাজীপুরের জয়দেবপুর রেলষ্টেশনে আন্ত:নগর যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর স্টেশন মাস্টার জানান, ট্রেনটি জামালপুর থেকে ঢাকা আসার পথে সকাল পৌণে সাতটার দিকে ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। বগির এক্সেল বক্স অতিরিক্ত গরমে পুড়ে গিয়ে ঘটনাটি ঘটে। বগি উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল প্রকৌশল বিভাগের লোকজন কাজ করছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ থাকলেও ঢাকা থেকে অন্য সকল রুটে ট্রেন চলাচল স্বভাবিক রয়েছে।