বিভিন্ন জেলায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
প্রকাশিত : ০২:২০ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:২০ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার
বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিভিন্ন জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।
বরগুনায় বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, র্যালী ও শিশু সমাবেশ হয়েছে। মেহেরপুরে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শেষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চুয়াডাঙ্গায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। জামালপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।