কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশিত : ০২:২০ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:২০ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার
উয়েফা ইউরোপা লিগ ফুটবলের দ্বিতীয় লেগে রোস্তভকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম লেগে রোস্তভের মাঠে ১-১ গোলে ড্র করে ছিলো ম্যানইউ। আর ফিরতি পর্বে ম্যাচে নিজেদের মাঠে জয় নিয়ে শেষ আটে জায়গা করে নেয় রেড ডেভিলসরা। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেই এগিয়ে যায় ঘরের মাঠে খেলতে থাকা ম্যান ইউ। ৭০ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড জুয়ান মাতা গোল করলে জয় নিশ্চিত করে হয় তাদের।