ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

সেমিফাইনালে উঠেছেন পাবলো ক্যারেন বাস্তা

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:২০ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার

বিএনপি পারিবাস ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন পাবলো ক্যারেন বাস্তা। শীর্ষে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ পাবলো কুয়েভাসকে হারিয়েছেন স্প্যানিশ পাবলো ক্যারেন বাস্তা। প্রথম সেটে ৬-১ গেমে জয় নিয়ে এগিয়ে যান ২৫ বছর বয়সী ক্যারেন বাস্তা। পিছিয়ে পরে দ্বিতীয় সেই ঘুরে দাঁড়ান পাবলো কুয়েভাস। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জয় নিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরেন উরুগুয়ের কুয়েভাস। তৃতীয় ও শেষ সেটে প্রতিদ্বন্দ্বীতামূলক খেলা গড়ে তোললেও শেষ পর্যন্ত ৭-৬ ব্যবধানে জয় নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন পাবলো ক্যারেন বাস্তা।