ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, ৩৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১ এএম, ২৭ জুন ২০২০ শনিবার

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিদিনই জেলার নিম্নাঞ্চলে থাকা ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমিসহ বিস্তীর্ণ গোচারণ ভূমি। 

গত ২৪  ঘণ্টায় ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে আজ শনিবার সকালে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছ। গত দু’দিনের তুলনায় শুক্রবার যমুনা নদীর পানি বৃদ্ধির হার ছিল তুলনামূলক অনেক বেশি। এদিকে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের জমিতে চাষ করা ভুট্টা, বাদাম, তিল, কাউন ও সবজি খেত তলিয়ে যাচ্ছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম জানান, ‘জেলার পাঁচটি উপজেলার অন্তত ৩৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত। ইতিমধ্যেই ১ হাজার প্রায় ৮০০ হেক্টর জমিতে চাষ করা সবজিসহ নানা ফসল এখন পানির নিচে।’ 

এদিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী তিন থেকে চারদিনের মধ্যেই সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার (১৩.৩৫ মিটার) অতিক্রম করতে পারে। এদিকে নদী তীরবর্তী অঞ্চলজুড়ে অব্যাহত রয়েছে ভাঙ্গন।

এআই//