ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

এপেক্স বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে স্কুলভিত্তিক নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৮ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার

আর্ন্তজাতিক সেবা সংস্থা এপেক্স বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বির্তক প্রতিযোগিতাসহ স্কুলভিত্তিক নানা প্রতিযোগিতা। শুক্রবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ-এর কেন্দ্রীয় গর্ভনর  খোরশেদ আলম হারুনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নির্ধারণ করা হয় বেস্ট অবজারভার। এছাড়া বিভিন্ন সেবামূলক কার্যক্রমে যুক্ত থাকার জন্যে তিনজনকে পুরস্কৃত করা হয়।