ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

কক্সবাজারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার

কক্সবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। পরে শহরের প্রধান সড়কড়গুলোতে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে কেককাটা অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এদিকে খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও ছিল পৃথক আয়োজন।